News:

             অত্র  বিদ্যালয়ে  কমরত  সকল  শিক্ষক/শিক্ষিকা -বৃন্দের  সরকারী বিধি অনুযায়ী  নিয়মিত উপস্হিতি, শ্রেনীতে আন্তরিকতার সহিত পাঠদান , প্রয়োজনীয় শিক্ষা উপকরন ব্যবহার, পাঠ টীকা প্রস্তুত সহ শিক্ষার্র্থীদের মানসিক, আচরনিক ও নৈতিকতা  শিক্ষা  দেওয়া  এবং শিক্ষাথীদের  শ্রেণীতে  পাঠে  মনোযোগী  গড়ে তোলার জন্য  শ্রেণী কক্ষে শিক্ষা সুলভ আকষনীয় গল্প  বলা ও শিক্ষাথীদের বিদ্যালয়ে উপস্হিতি বৃদ্ধি সহ  অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ  ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্য-বৃন্দ  এবং  প্রধান শিক্ষক ও কমরত সকল শিক্ষক/শিক্ষিকা-বৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তি-বগ  আন্তরিকতার সহিত স্ব-স্ব দায়িত্ব পালন করে থাকেন ।